আন্দোলনকারীদের মা-বাবাকে রত্নগর্ভা আখ্যা দিয়ে ভারতীয় নারীর পোস্ট
- অনলাইন প্রতিবেদক
- ০৭ আগস্ট ২০২৪, ১৪:৫০
আন্দোলনকারীদের মা-বাবাকে রত্নগর্ভা আখ্যা দিয়ে ভারতীয় নারী ফেসবুকে পোস্ট করেছেন। প্রতিবাদী শিল্পী নামের ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেয়া হয়েছে। যিনি এই পোস্ট দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার নাম উনজিলা খাতুন শিল্পী।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘শত শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন করে মুক্তির স্বাধীনতা উদযাপন করছে। এর মধ্যে সামাজিক কিছু দুষ্কৃতিকারী পাশাপাশি আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত, নিপীড়িত ও ভুক্তভোগীদের কেউ কেউ বিচ্ছিন্নভাবে নতুন প্রজন্মের অর্জনকে ম্লান করে দেয়ার চক্রান্ত করছে। তারা বিচ্ছিন্নভাবে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করছে। যা বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বিপরীত। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো তারাও সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তৃণমূল পর্যায়ে স্থানীয় দায়িত্বশীল রাজনৈতিক নেতারা আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নেতাকর্মীদের বাড়িঘর স্থাপনা পাহারা দিচ্ছেন যাতে সেখানে কোনো ধরনের হিংসার আঁচ না পড়ে। আমি বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থী ভাই-বোন সকলের মা-বাবাকে রত্নগর্ভা হিসেবে আখ্যা দিয়ে আমার পক্ষ থেকে কুর্নিশ জানাই। বাংলা ও বাঙালির জয় হোক।’